Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Dole Rai Kishori Lyrics | দোলে রাই কিশোরী | Sonu Nigam Lyrics - Sonu Nigam

Collection Sonu Nigam

Dole Rai Kishori Lyrics | দোলে রাই কিশোরী | Sonu Nigam Lyrics

 LyricsForest   533


Dole Rai Kishori Lyrics | দোলে রাই কিশোরী | Sonu Nigam lyrics (Primary language)

(দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী) - ২

 

(ও ললিতা ও বিশাখা

ঝুলন দোলা দাও দুলিয়ে) - ২

(শ্যাম সায়রে রাধা কমল) - ২

ফোটাও আরও ঢেউ তলিয়ে

দোলে শ্যামল শুধায় দোলে শ্যাম পিয়ারী

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

(ও সহেলী ও মিতালী

ছন্দ গানে দাও ভরিয়ে) - ২

(নূপুর বাঁশির এই মিলনে) - ২

মধুর ধ্বনির সুর ছড়িয়ে

দোলে রাধারমণ দোলে গিরিধারি

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

ঝুলন দোলায় রাধার বংশীধারী

Dole Rai Kishori Lyrics | দোলে রাই কিশোরী | Sonu Nigam lyrics in English